কেএনএফের প্রধান সমন্বয়কসহ দুজন গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৪, ০৪:৪২ পিএম

কেএনএফের প্রধান সমন্বয়কসহ দুজন গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার চেওসিম বম (৫৫) ও রোয়াল লিন বম (৫৫)। ছবি: সংগৃহীত

পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ক চেওশিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সময় আরও একজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

রোববার (৭ এপ্রিল) ভোরে বিশেষ অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- চেওসিম বম (৫৫) ও রোয়াল লিন বম (৫৫)। সকালে বান্দরবানে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসীকে আটকের নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আপনারা হয়তো জেনেছেন গতকাল রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে।’

আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করা দরকার তাই করা হবে: সেনাপ্রধান

সেনাপ্রধানের এই বক্তব্যের পর পরই চেওশিম বমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব। বিকেলে বান্দরবান র‍্যাব কার্যালয়ে তার গ্রেপ্তার পরবর্তী ব্রিফিংয়ের কথা রয়েছে।

র‍্যাব বলছে, রোয়াল লিন বম ও চেওসিম বম বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ফিল্মি কায়দায় হামলা চালিয়ে টাকা লুট করে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়।আগের রাতের এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ৩ এপ্রিল সকালে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় সাতটি মামলা করা হয়। তবে এ মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কোনো নেতা ও সশস্ত্র সদস্যদের নাম উল্লেখ করে আসামি করা হয়নি।

Link copied!