গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০১:২০ পিএম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করলেন ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলে প্রশ্ন তোলেন তিনি।

বুধবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: রেলপথ কেটে রাখা; ট্রেনের ৭ বগি উল্টে মৃত্যু ১; আহত হয়েছেন অনেকে

নাশকতার মাধ্যমে বিএনপি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। এ নাশকতার মাধমে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের মাথায় নির্বাচন ছাড়া অন্যকিছু নেই। দেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচনবিরোধী তৎপরতার জবাব দেয়া হবে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেন দুর্ঘটনা; তদন্তে ১২ সদস্যের দুটি কমিটি গঠন

সফল, শান্তিপূর্ণ নির্বাচন ও ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে জানিয়ে কাদের বলেন, তারা যতই নাশকতা করুক, মানুষ নির্বাচনমুখী। ভোট দিতে মানুষ উন্মুখ। গ্রামেগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে নির্বাচনবিরোধী জবাব দেয়া হবে।

কাদের বলেন, ‘অনেকে অনেক কথা বলবেন আমাদের অ্যালায়েন্স নিয়ে, জোট নিয়ে। বিভিন্ন ধরনের শঙ্কা, বিভিন্ন ধরনের গুঞ্জন, গুজবও আছে। গুজব তো এখন আমাদের রাজনীতির অংশই হয়ে দাঁড়িয়েছে। আমরা সতর্ক আছি, গুজব-গুঞ্জন, সন্ত্রাস-সহিংসতা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা বিচলিত হবো না। আমরা জেনে-শুনেই এ চ্যালেঞ্জ অতিক্রম করতে এ নির্বাচন করতে যাচ্ছি। আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা আমরা রক্ষা করব। বাংলাদেশের নির্বাচন প্রলম্বিত হবে, বিঘ্নিত হবে—এটা আমরা হতে দেবো না। নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের গণতন্ত্র বা পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত এ কথা কেউ দাবি করতে পারবে না। পারফেক্ট কেউ না, তবে এই পরিপূর্ণতা অর্জন করতে, পারফেক্ট হতে আমাদের ত্রুটি-বিচ্যুতি যা আছে, এবার আমরা সেসব বিষয়গুলোকে দূর করে আমরা গণতন্ত্রের যাত্রা পথকে আরও মসৃণ করব।’

প্রসঙ্গত, বুধবার ভোর চারটার দিকে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পতিত হয়। ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ কেটে রাখায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১০ জনেরও বেশি। ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ আছে।  ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Link copied!