আগস্ট ৬, ২০২৪, ১২:২৩ পিএম
যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতির কারণে এখনই দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে যেতে পারছেন না শেখ হাসিনা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইন অনুসারে দেশটিতে রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাইতে কাউকেই ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। এজন্যই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র উল্লেখ করে এনডিটিভর খবরে বলা হয়, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানেই আশ্রয়ের আবেদন করতে হবে।
বলা হয়, যাদের প্রয়োজন তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। তবে কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয়ের জন্য যুক্তরাজ্য ভ্রমণের অনুমতির কোনও বিধান নেই।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সামরিক হেলিকপ্টারযোগে ভারতে চলে যান। তাদেরকে বহন করে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমান দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়বাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে ভারতের সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে দেখা করেন। পরবর্তীতে গণমাধ্যম সূত্রে জানা যায়, শেখ হাসিনাকে অজ্ঞাত একটি নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়।