আসামির সাজা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’বই পড়া

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ১০:২৪ পিএম

আসামির সাজা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’বই পড়া

মেহেরপুরে  মাদককসহ আটক হওয়ার পর দায়ের করা মামলায় আসামি এক কিশোরকে এক বছরের প্রবেশনে পাঠিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি পড়তে আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একে এম আসাদুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “আদেশে শর্তাবলী দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবেশন কর্মকর্তা সাজ্জাদুল আলমকে। এ সময়ে ওই কিশোর ধূমপান ও মাদক সেবন, মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় থেকে বিরত থাকবে। তাকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। ভালো লেখাপড়ার প্রমাণ হিসেবে প্রবেশনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রবেশপত্র আদালতে দাখিল করতে হবে।

একে এম আসাদুজ্জামান আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি পড়াসহ মোট ১৩টি শর্ত পালন করবেন তিনি। মাদক মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেতে একবছর পর প্রবেশন কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে “

প্রসঙ্গত, ২০১৯ সালের ২২ জুন ৩০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে আটক হয় ওই কিশোর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

Link copied!