চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে গেল বানর!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২২, ০৫:৫৩ পিএম

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে গেল বানর!

চিড়িয়াখানা ও সাফারি পার্কের কোনো প্রাণী আহত বা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর পোষা প্রাণীর ক্ষেত্রে এ দায়িত্ব মালিকের। কিন্তু কোনো প্রাণী যদি চিকিৎসার জন্য নিজে নিজেই চলে যায় চিকিৎসকের কাছে, তাহলে তো অবাক হতেই হয়। এমনই একটি অবাক করা ঘটনা ঘটেছে ভারতের বিহারে। সেখানে আহত একটি বানর নিজেই ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম শহরে। সেখানকার ডা. এস এম আহমেদ মেডিকো ক্লিনিকে এসেছিল ওই মা বানর। আসার সময় সঙ্গে নিয়ে এসেছিল তার শাবককেও। এ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বানরটি রোগীর বিছানায় বসে আছে। আর চিকিৎসক লাইট জ্বালিয়ে তার ক্ষত পরীক্ষা করছেন। পরে ক্ষতস্থানটি ড্রেসিং করে দেন চিকিৎসক এস এম আহমেদ।

Link copied!