অক্টোবর ৬, ২০২১, ০৬:৩৩ পিএম
ভারতীয় ধনকুবের এবং দেশটির অন্যতম বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটিডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বৃহৎ শেয়ারের মালিক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সকালে তিন লাখ টাকা মূল্যের এক কাপ চা খেয়েই দিন শুরু করেন। জুম নিউজডটইন নামে ভারতীয় একটি গণমাধ্যমে এমনই তথ্য উঠে এসেছে।
মুকেশ আম্বানির ভারতের প্রায় প্রতিটি মানুষই খুব ভালো করে জানে। শুধু দেশে নয় মুকেশ আম্বানির নাম সারা বিশ্বে সুপরিচিত। মুকেশ আম্বানি সারাবিশ্বে যতটা বিখ্যাত নীতা আম্বানিও ততটাই বিখ্যাত। দেশের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী নীতা আম্বানি বরাবরই তার রাজকীয় জীবনধারা এবং ব্যয়বহুল,বিলাসবহুল শখের জন্য বিখ্যাত। নীতা আম্বানির কোটি টাকার শাড়ি,লাখ টাকার স্যান্ডেল ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয় মাঝেমধ্যে।
জুম নিউজডটইন সংবাদ মাধ্যমে আরও বলা হয়, নীতা আম্বানি এমন একটি জীবন যাপন করে যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কারো সাধ্যি নেই। আজ আমরা আপনাকে এই নিবন্ধের মাধ্যমে নীতা আম্বানির সম্পর্কিত একটি বিষয় বলতে যাচ্ছি যা সম্পর্কে খুব কমই কেউ জেনে থাকবেন। আসলে নীতা আম্বানি পৃথিবীর সবচেয়ে দামি পানি পান করে। আপনি যদি এক লিটার বোতলের দাম এবং এর বিশেষত্ব জানেন তাহলে আপনি অবাক হবেন।
ভারতীয় ওই গণমাধ্যমে আরও বলা হয়, নীতা আম্বানির দিন শুরু হয় লাখ টাকা মূল্যের চা দিয়ে। নীতা আম্বানির নিজের দিন শুরু করেন তিন লাখ টাকার চা দিয়ে। রিপোর্ট অনুযায়ি, নীতা আম্বানি যে কাপে চা পান করেন তা একটি সোনার সীমানা এবং ৫০পিস এর একটি সেটের দাম প্রায় দেড় কোটি টাকা বলে মনে করা হয়।
নীতা আম্বানি দিন শুরু করেন লাখ টাকা মূল্যের চা দিয়ে। এর বাইরে যদি আপনি জানেন যে নীতা আম্বানির প্রতি লিটার পানির দাম কত তাহলে আপনি অবাক হবেন। নীতা আম্বানি পৃথিবীর সবচেয়ে দামি পানি পান করেন যার দাম অনেকে কল্পনাও করতে পারে না। নীতা আম্বানি তার স্বাস্থ্যের জন্য প্রতিদিন লাখ লাখ টাকা ব্যয় করেন।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নীতা আম্বানি যে পানি পান করেন তার পৃথিবীর সবথেকে দামী পানি এবং এই পানির বিশেষত্ব সম্পর্কে জানলে অনেকে অবাক হবেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবী, নীতা আম্বানির জন্য ওই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জলে ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই দাম লাখ লাখ টাকা। শুধু পানি নয়, বোতলের জন্যও খরচ বাড়ে সালে।
নীতা আম্বানি নিজেকে ফিট এবং সতেজ রাখার জন্য যে পানি পান করেন সেই পানির বোতলের দাম ৬০ হাজার ডলার বলে জানা গেছে এবং তার পরিমাণ মাত্র পৌণে এক লিটার বা ৭৫০ মিলিলিটার। ভারতীয় মুদ্রায় এর দাম ৪০ লাখ টাকার বেশি।২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে স্বীকৃতি পায়।
এতে মিলিয়ন ডলারের প্রশ্ন জাগতে পারে এই পানির এত বিশেষ কি আছে যার কারণে এর দাম লাখেরও বেশি। কারণ হচ্ছে,,এই পানির বোতল খাঁটি সোনা দিয়ে তৈরি এবং এছাড়া এই বোতলগুলোতে অন্যান্য রত্নখচিত আছে। বলা হয়েছে, এই পানিতে পাঁচ গ্রাম সোনার নির্যাস মেশানো হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এসব বৈশিষ্ঠ্যের কারণে এর দাম খুব বেশি।