মুখে একটার পর একটা সিগারেট! 'চেন-স্মোকার'-দের যেমন হয়। সঙ্গে দৌড়। যে সে নয়, একেবারে ৪২ কিলোমিটার ম্যারাথন। সিগারেটে 'সুখটান' দিতে দিতেই সেই ম্যারাথন শেষ করলেন চীনের প্রবীণ বাসিন্দা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হয়েছে।
৬ নভেম্বর চিনের শিয়ানজিয়াংয়ে বিয়াল্লিশ কিলোমিটার লম্বা একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অংশ নেন প্রায় পনেরোশো মানুষ। ৩ ঘণ্টা ২৮ মিনিটে গোটা পথ অতিক্রম করেন তিনি। পাঁচশো চুয়াত্তরতম স্থানে দৌড় শেষ করেন তিনি। কিন্তু দৌড় শেষ করার থেকেও বেশি নজর কেড়েছে দৌড়ের কায়দা। দেখা যায়, গোটা পথেই বিভিন্ন সময়ে তাঁর মুখে রয়েছে সিগারেট।
তিনি এক হাজার ৫০০ জন প্রতিযোগীর মধ্যে ৫৭৪তম হয়েছেন।
এদিকে পুরো দৌড়ে চেনের সিগারেট টানার দৃশ্য ভাইরাল হয়েছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এটি প্রথমে পোস্ট করা হয়। আয়োজকরা চেনের এই অর্জন আনন্দের সঙ্গে উদযাপন করেছেন। সেইসঙ্গে তাঁকে সনদ প্রদান করেছেন।
এই প্রথম নয়, এর আগেও একই কাজ করেছেন তিনি। ২০১৮ সালের গুয়াংঝাউ ম্যারাথন ও ২০১৯ সালে শিয়ামেন ম্যারাথনেও ধূমপান করতে করতে দৌড়েছিলেন তিনি।