ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থালাভেদি গ্রামের বন্যাকবলিত এলাকার এক নবদম্পতি বিয়ে করতে পানিবন্দী মন্দিরে পৌঁছেছেন রান্না করার পাতিলে চেপে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছেতাদের এই বিবাহযাত্রার ভিডিও।
মঙ্গলবার (১৯ অক্টোবর) এই বিবাহযাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। এতে বলা হয়েছে, কেরালার ওই নবদম্পতির নাম আকাশ ও ঐশ্বরিয়া। স্থানীয় একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন দুজনেই।
বিয়ে ঠিক হয়েছিল আগেই, কিন্তু বাদ সাধে কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যা। বন্যার পানিতে ডুবে যায় সড়ক। এমনকি যে মন্দিরে বিয়ে হওয়ার কথা, সেটার কিছু অংশও পানিতে ডুবে যায়। এত প্রতিকূলতার পরও দমে যাননি আকাশ ও ঐশ্বরিয়া। লগ্ন মেনেই বিয়ে করেছেন তাঁরা। আর এ জন্য নিরাপদে মন্দিরে পৌঁছাতে বেছে নিয়েছেন বড়সড় একটি পাতিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বড় আকারের একটি অ্যালুমিনিয়ামের পাতিল পানিতে ভাসছে। সেটার ওপর বসে আছেন আকাশ ও ঐশ্বরিয়া। তাদের পরনে বর–কনের ঐতিহ্যবাহী পোশাক। অন্য দুজন বর–কনেসহ পাতিলটি টেনে নিয়ে যাচ্ছেন। একজন আলোকচিত্রীও সঙ্গে রয়েছেন।
গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে করতে যাওয়ার জন্য সেখানকার একটি মন্দির থেকে বড়সড় এই পাতিল ধার নিয়েছিলেন আকাশ ও ঐশ্বরিয়া। স্থানীয় সংবাদমাধ্যমকে এই নবদম্পতি জানান, এটা ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। হাতে সময় খুব কম ছিল। গাড়ি ভাড়া করতে চেয়েছিলেন, কিন্তু বন্যার পানিতে পুরো সড়ক ডুবে থাকায় কোনো যানবাহন পাননি।