২৮ বছর তো দূরের কথা, ২৮ দিনও নিয়মিত যে খাবার খান সেগুলো না খেয়ে থাকার কথা ভাবতে পারেন? কল্পনার জগতে সম্ভব হলেও বাস্তবে কিন্তু তা অসম্ভব প্রায়। কিন্তু একজন বেঁচে আছেন তিন দশক কোনো ভাত-মাছ জাতীয় খাবার না খেয়েই।
মনে প্রশ্ন জাগছে, কি খেয়ে বেঁচে আছেন তিনি! কিছুই না খেয়ে তো বাঁচা অসম্ভব! জানা গেল ২৮ বছর ধরে শুধু নারিকেল খেয়েই বেঁচে আছেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কাসারগোডের চান্দেরার ৬৪ বছর বয়সী বালাকৃষ্ণান পিল্লাই।
বালাকৃষ্ণান জানান, ইচ্ছে করে নয় বরং বাধ্য হয়ে তাঁকে নারিকেল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। গ্যাস্ট্রো-ওসোফেজিয়াল রিফ্লাক্স নামে একটি রোগের কারণে তিনি কেবল নারিকেল খেতে পারছেন।
এই রোগটি হলে রোগী যা খায় তা বমি হয়ে যায়। এ কারণে শরীর পুষ্টি পায় না, দুর্বল হয়ে যায়।
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স নামক রোগে রোগী যা খায় তা বমির কারণে শরীর পরিণত হয় না এবং এত দুর্বল হয়ে পড়ে যে, হাঁটতে পারে না।
যৌবনকালে ফুটবল খেলোয়াড় ছিলেন বালাকৃষ্ণান। ৩৫ বছর বয়সে এ রোগে আক্রান্ত হন তিনি। এ রোগের কারণে যা খেতেন সবকিছুই পেট থেকে খাদ্যনালীতে চলে যেত আর তখন বমি হয়ে যেত। চাইলে খাবার পাকস্থলীতে থাকতো না।
এরপর তিনি নারিকেলের পানি ও শাঁস খেতে থাকেন। তখন সেটি তার পেটে সয়ে যায়। তখন তিনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এরপর থেকে তিনি নারিকেল খেয়েই আছেন।
তিনি বলেন, এখন আমি প্রতিদিন নারিকেল খাই এবং এর পানি পান করি, আমার পরিবার এখন আমার কারণে এটি চাষ শুরু করেছে।