প্রেমিকার সঙ্গে ফোনে ঝগড়া করার পর নম্বর ব্লক করে দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন এক যুবক।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার রুকুনপুর–মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হরিহরপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম রামপ্রসাদ দে (১৯)। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
রামপ্রসাদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর পরিবারের লোকজন পুলিশে খবর দিলে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পরিবার সূত্র জানায়, রামপ্রসাদ নওদার জিতেন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। ওই কলেজেরই একটি মেয়ের সঙ্গে তার গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেলে ফোনে কথা বলার সময়েই দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। অভিযোগ, এরপরই আত্মহত্যার পথ বেছে নেয় রামপ্রসাদ। আত্মহত্যার আগে সে নিজের প্রেমিকাকে হোয়াটসঅ্যাপে ফাঁস লাগানোর একটি ছবি পাঠায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন ‘নওদার পাটিকাবাড়ির একটি মেয়ের সঙ্গে রামপ্রসাদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানতাম। মঙ্গলবার দুপুর থেকে রামপ্রসাদ কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। দুপুরে সে বাড়ির লোকজনের সঙ্গে খাওয়া দাওয়া করেনি। সকলের খাওয়া হয়ে গেলে রামপ্রসাদ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তার ঘর থেকে ফোনে কারও সঙ্গে উত্তেজিত হয়ে চিৎকারের শব্দও শুনেছি।’
ওই আত্মীয় জানান, ‘এই ঘটনার পর দীর্ঘক্ষণ রামপ্রসাদ নিজের ঘরের দরজা না খোলায় খোঁজ করতে গিয়ে দেখতে পাই তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ এবং সে গলায় কাপড় জড়িয়ে আত্মঘাতী হয়েছে। দেহ নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
সূত্র: আজকাল ইন, আনন্দবাজার