বিনা টিকিটে বছরের পর বছর ট্রেন ভ্রমণ, এবার নিজ থেকেই মাশুল জমা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ০৫:২৪ পিএম

বিনা টিকিটে বছরের পর বছর ট্রেন ভ্রমণ, এবার নিজ থেকেই মাশুল জমা

বিনা টিকিটে বাংলাদেশে রেল ভ্রমণের কথা নতুন নয়। প্রায় প্রতিদিনই অনেক ট্রেনেই পাওয়া যায় বিনা টিকিটের যাত্রী। এ কারণে রাষ্ট্রকেও অনেক রাজস্ব হারাতে হয়। রাষ্ট্রের আর্থিক ক্ষতি পোষাতে রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিনা টিকিটে ভ্রমণের জরিমানা জমা দিলেন এক যাত্রী। 

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এই বিরল ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে।

দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণ করে ঠিক করেননি এটি বুঝতে পেরে ভুলের প্রায়শ্চিত্ত করতে ৯ হাজার ৯৯০ টাকা মাশুল জমা দেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ হাসানের নিকট টাকা জমা দিয়ে রশিদ নেন তিনি। নাম জানতে চাইলেন তিনি বলেন, আবারও তিনি টাকা নিয়ে আসবেন, তখন পরিচয় প্রকাশ করবেন।

টাকা পরিশোধের সময় ওই ব্যক্তি বলেন, বহু বছর যাবত দিনের পর দিন আমি বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছি, এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছি।

প্রধান বুকিং সহকারী সোহাগ হাসান জানান, শনিবার রাত সাড়ে ৯টায় হঠাৎ করে পঞ্চাশোর্ধ্ব বয়সের এক ব্যক্তি আমার রুমে ঢুকে বলেন, তিনি বহু বছর যাবত দিনের পর দিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন। এতে তিনি খুবই অনুতপ্ত। কারণ তিনি রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন বলে মনে করছেন। এ কারণে অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় পাপমুক্ত হতে মাশুল দিতে চান। মূলত ধর্মীয় অনুভূতির কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি জানান। 

সোহাগ হাসান আরও জানান, যারা বিনা টিকিটে রেল ভ্রমণ করে আমার ঘটনা দেখে তাদের বিবেক জাগ্রত হতে পারে বলে তিনি মনে করেন। তার কথা শোনার পর বাংলাদেশ রেলওয়ের নিয়ম বিধি মোতাবেক তার ইচ্ছা অনুযায়ী ৯ হাজার ৯৯০ টাকা টিকিটের মাশুল হিসেবে গ্রহণ করি।

Link copied!