বিয়ের অনুষ্ঠানের উচ্চ শব্দের গানে ভয়ে মারা গেছে একটি খামারের ৬৩ মুরগী। ভারতের উড়িষ্যায় গত ২১ নভেম্বর এই ঘটনা ঘটেছে।
ভারতীয় বিয়ের অনুষ্ঠান মানেই হৈ-হল্লা, উচ্চ শব্দে গান-বাজনা, নাচ এবং ঝলমলে ব্যান্ড পার্টি। এমনই এক বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনার কারণে খামারের ৬৩টি মুরগি মারা গেছে বলে অভিযোগ করেছেন এক খামারি।
খামারটির মালিক রণজিৎ কুমার পারিদার অভিযোগ, “ওই বিয়ের অনুষ্ঠানে ‘কান ছিঁড়ে যাওয়ার মতো’ শব্দে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। ওই শব্দের কারণেই মুরগিগুলো মারা যায়।”
পারিদা বলেন, “উচ্চ শব্দে মুরগিগুলো ভয় পাচ্ছিল দেখে আমি সেখানকার লোকজনকে বলেছিলাম ভলিউম কমাতে। কিন্তু তারা আমার কথা না শুনে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।”
একজন পশু চিকিৎসকের বরাত দিয়ে পারিদা আরও বলেন, “মুরগিগুলো হার্ট অ্যাটাকে মারা গেছে। ঘটনার পর বিয়েবাড়ির লোকজনের কাছে ক্ষতিপূরণ চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। এরপর তিনি বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।
তবে ওড়িশার ঘটনাটি “পারস্পারিক সমঝোতার” মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য বলেছে পুলিশ। উভয়পক্ষই পুলিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা দ্রৌপদী দাস বলেন, “পোল্ট্রি খামারের মালিক অভিযোগ তুলে নেওয়ায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি।”