হাঙরের ভয়াবহ হামলায় সিডনির সমুদ্র সৈকত বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১১:১২ এএম

হাঙরের ভয়াবহ হামলায় সিডনির সমুদ্র সৈকত বন্ধ

অস্ট্রেলিয়ার ব্যস্ততম শহর সিডনির অধিকাংশ সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার এক পুরস সাঁতারু একটি সাদা হাঙরের আক্রমণের শিকার হন। হাঙরটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।

৫৯ বছরের মধ্যে এই প্রথম হিংস্র হাঙরের ভয়ংকর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার থেকে সিডনির সব সমুদ্র সৈকত বন্ধ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়,  বুধবার বিকেলে ওই পুরুষ সাঁতারু পূর্ব সিডনির লিটল বে সৈকতে একটি সাদা হাঙরের আক্রমণের শিকার হয়। হাঙরটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।

কর্মকর্তারা এখনো ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। তারা কেবল এটুকু জানিয়েছেন যে, ওই ব্যক্তি উপকূলীয় এলাকায় সাঁতার কাটছিল।

সিডনিতে হাঙরের আক্রমণ বেশ বিস্ময়কর। কারণ শহরটির সৈকতগুলো হাঙর থেকে সুরক্ষিত রাখতে জাল বসানোসহ অন্যান্য প্রতিরোধক রয়েছে।

এ ঘটনার পর বৃহস্পতিবার থেকে শহরের সৈকত থেকে সাঁতারুদের নিষিদ্ধ করা হয়। লাইফসেভাররা জেট স্কিতে চেপে শহরের পূর্বে বন্ডি থেকে দক্ষিণে ক্রোনুলা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে হাঙরের খোঁজে তল্লাশি চালিয়েছে। এমনকি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হচ্ছে।

রোমহর্ষক এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে ‘জঘন্য এবং উন্মত্ত আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। ক্রিস লিন্টো নামে একজন স্থানীয় গণমাধ্যম নাইন নিউজকে জানান, ওই ব্যক্তি সাঁতার কাটছিল এবং একটি হাঙ্গর এসে তার ওপর আক্রমণ করে। আমরা চিৎকার শুনে তাকিয়ে দেখি হাঙরটি ওই সাঁতারুকে টেনে নিয়ে যাচ্ছে। 

সৈকতে পাথরের উপর বসে মাছ ধরার সময় আরেক ব্যক্তি ওই সাঁতারুকে নীচে টেনে নিয়ে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) তিনি বলেন, “আমি খুবই ভয় পেয়েছিলাম। ওই ঘটনা দেখে আমার শরীরে কাঁপন ধরে যায়। আমি বমি করতে থাকি। এটা খুবই বিভীষিকাময়।”

Link copied!