৩ বছরে ১০০ বাড়িতে আগুন লাগিয়েছে বিড়াল!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ১১:৫৮ এএম

৩ বছরে ১০০ বাড়িতে আগুন লাগিয়েছে বিড়াল!

রামায়নে হনুমান তার লেজের আগুন দিয়ে লঙ্ক পুড়িয়ে দিয়েছিলেন সেটা না হয় মানা গেল। কিন্তু আপনার সাধের বিড়ালটি যদি আপনার বাড়িঘর পুড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় তাহলে ঘটনা কেমন দাঁড়াবে? নিশ্চয় বিড়াল পোষার আগে একবার ভাববেন! তাহলে ঠিকই আছে। বিড়াল পোষার আগে একবার ভাবুন আপনার বিড়াল আপন ঘর পোড়ার কারণ যেন না হয়।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নগর কর্তৃপক্ষ বিড়াল পোষার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। কেননা কেবল সিউলেই বিগত ৩ বছরে ১০০ এরও বেশি বাড়িতে আগুন লাগার পেছনের কারণ ছিল পোষা বিড়াল। প্রকৃত সংখ্যাটা ১০৭। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত এই তিন বছরে এই বাড়িগুলো আগুন লাগিয়েছে আদুরে বিড়াল।

সিউলের কর্তৃপক্ষ বলছে, সাধারণত বৈদ্যুতিক স্টোভের সুইচ অন করার মাধ্যমেই এসব আগুনের সূত্রপাত করেছে।

বিষয়টি কেবল দক্ষিণ কোরিয়াতেই সীমাবদ্ধ নয়। সমস্যাটি প্রায় সারাবিশ্বেই। আমেরিকান হিউম্যান অ্যাসোসিয়েশনের হিসাবে, পোষা প্রাণীর কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিবছর অন্তত ১০০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তো, বিড়াল কিংবা অন্য কোন প্রাণী পোষার জন্য বাসায় আনার ব্যাপারে সাবধান।

Link copied!