কানাডায় সাড়ে ৬ কেজির বেশি ওজনের শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৩, ০৫:৫৬ পিএম

কানাডায় সাড়ে ৬ কেজির বেশি ওজনের শিশুর জন্ম

ছবি: সংগৃহীত

সদ্য ভূমিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা চান্স আয়রেস। তবে এটি তাঁর প্রথম সন্তান এমন নয়, এর আগে তিনি চারবার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। 

কিন্তু এবারের আনন্দের মাত্রা বেশি হওয়ার কারণ ভিন্ন। এই নবজাতক আগের ভাই-বোনদের রেকর্ড ভেঙেছে।

সনি আয়রেস নামের সদ্যোজাত এই শিশুর ওজন ১৪ পাউন্ড ৮ আউন্স (৬ কেজি ৫৭৭ গ্রাম)। লম্বায় ছিল ৫৫ সেন্টিমিটার। গত ২৩ অক্টোবর কেমব্রিজ মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে তার জন্ম হয়।

কানাডার অন্টারিও প্রদেশের কেমব্রিজ শহরের চান্স ও ব্রিটেনি আয়রেস দম্পতি এই নিয়ে পাঁচ সন্তানের মা-বাবা হলেন।

চান্স আয়রেস ফক্স নিউজকে বলেন, এ এক অন্য রকম অভিজ্ঞতা। চিকিৎসক ও নার্সরা যেভাবে উল্লাস করছেন, মনে হচ্ছে টরন্টোর আইস হকি টিম ম্যাপল লিফস স্ট্যানলি কাপ জিতেছে। সবাই লাফাচ্ছেন, চিৎকার করছেন।

চান্স বলেন, সনি মায়ের পেটে থাকতেই সে কত বড় (ওজন) হবে, তা নিয়ে বাজি চলতে থাকে। এমনকি চিকিৎসক ও নার্সরাও।

কিন্তু সনি সবার আশাকে ছাপিয়ে গেছে। চান্স ও ব্রিটেনির অন্য আরও দুই সন্তানের ওজনও জন্মের সময় ১৩ পাউন্ডের বেশি ছিল। জন্মের পর সনিকে ওজনের মেশিনে রাখার পর সবাই দেখে অবাক হয়ে যায়।

সেন্টারস ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনস ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকসের তথ্যমতে, মাতৃগর্ভে পূর্ণ মেয়াদ শেষ করা শিশুর জন্মের সময় ওজন হয় ৭ পাউন্ড ২ আউন্স থেকে ৭ পাউন্ড ৬ আউন্সের মধ্যে। আর বেশি ওজন নিয়ে যেসব শিশুর জন্ম হয়, তাদের ওজন হয় ৯ পাউন্ডের মতো।

প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ আছা আহিমবিসিবোই ফক্স নিউজকে বলেন, ‘অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ব্রিটনির দেখভাল করার সুযোগ পেয়েছি এবং তাঁর তিন সন্তান আমার হাত ধরে পৃথিবীতে এসেছে, যা আমার জন্য আনন্দের।’

তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, সবচেয়ে বেশি ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুর ওজন ২২ পাউন্ড। ১৮৭৯ সালের ১৯ জানুয়ারি ওহাইওতে সেই শিশুটির জন্ম হয়েছিল, তবে মাত্র ১১ ঘণ্টা বেঁচে ছিল সে।

Link copied!