খাবারের বিল হিসেবে টাকা নয়, আইফোন পেলেন দোকানদার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ০৩:৩৯ পিএম

খাবারের বিল হিসেবে টাকা নয়, আইফোন পেলেন দোকানদার

প্রতীকী ছবি

আইফোন চুরির পর ক্ষুধার্ত চোর এক দোকানে পাওভাজি খেতে ঢোকেন। কিন্তু খাবার খাওয়ার পর বিল মেটাতে পারছিলেন না। কারণ, তাঁর কাছে কোনো পয়সা ছিল না। খাবারের বিল মেটানোর জন্য শেষে ওই ব্যক্তি আইফোনটি পকেট থেকে বের করে দেন দোকানদারকে।

ঘটনাটি ঘটেছে ভারতের গোয়াতে। সেখানে ঘুরতে গিয়ে দিল্লির বাসিন্দা কার্তিক আইফোন হারান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কার্তিক এ কথা জানিয়েছেন। 

সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আইফোন হারান তিনি। ধরেই নিয়েছিলেন আর পাবেন না আইফোনটি।

চোরের কাছে বিলের পরিবর্তে আইফোন পেয়ে সন্দেহ হয় দোকানদারের।  তিনি বুঝতে পারেন, আইফোনটি চুরি করা। তিনি ফোনটি নিয়ে ওই ব্যক্তিকে দোকান থেকে বের করে দেন। চার্জ দেওয়ার পর ফোন চালু হলে দোকানদার দেখেন, একটি নম্বর থেকে অনেকগুলো কল এসেছে। সেই নম্বরে ফোন করে ফোনের আসল মালিক কার্তিককে পুরো ঘটনাটি জানান দোকানদার।

Link copied!