সোনা, হিরা, টাইটেনিয়াম দিয়ে বউকে নয়, তিনি সাজান দাঁত

সানজিদা হোসেন

জানুয়ারি ২৮, ২০২৪, ০৬:৫৮ পিএম

সোনা, হিরা, টাইটেনিয়াম দিয়ে বউকে নয়, তিনি সাজান দাঁত

ছবি: এক্স

উদ্ভট সব ফ্যাশন আর কর্মকাণ্ডের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন কিম কার্দেশিয়ানের সাবেক স্বামী মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট। তিনি এমন সব কর্মকাণ্ড করেন যেন যেকোনোভাবে তাঁকে আলোচনায় থাকতেই হবে! ফ্যাশনকে রীতিমত বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেছেন পশ্চিমের জনপ্রিয় এই র‍্যাপ সংগীত শিল্পী।

সম্প্রতি নিজের সব দাঁত ফেলে দিয়ে ৯ কোটি ৩২ লাখ টাকা খরচ করে বসিয়েছেন টাইটেনিয়ামের দাঁত। কিছুটা ড্রাকুলার মতো সেই দাঁতের ডিজাইনও করেছেন নিজেই। ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, ওয়েস্টের নতুন এই দাঁত হীরার চেয়েও দামি।

"টাইটানিয়ামের দাঁত লাগিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন কানিয়ে ওয়েস্ট।"

টাইটানিয়ামের দাঁত লাগানোর পর ইনস্টাগ্রাম পোস্টে নিজের নতুন দাঁত দেখিয়ে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন এ তারকা। পোস্টে তিনি নিজেকে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ এবং ‘মুনরেকার’ সিনেমার আইকনিক ভিলেন জসের সঙ্গে তুলনা করেছেন।

এর আগে ২০১০ সালে জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো এলেন ডিজেনারেস অনুষ্ঠানে নিচের পাটির সব দাঁত তুলে ফেলার কথা বলেছিলেন এ র‍্যাপার। নিচের পাটির সব দাঁত ফেলে হীরে আর স্বর্ণের দাঁত বসিয়েছিলেন কানিয়ে।

অনুষ্ঠানে ওয়েস্ট এলেনকে বলেন, ‘আমার মনে হলো, হীরার দাঁত দেখতে সুন্দর হবে।’ অভিভূত এলেন জিজ্ঞেস করেন, ‘এটা তাহলে গ্রিল নয়?’ পশ্চিমের জনপ্রিয় সংস্কৃতিতে অনেক সেলিব্রিটিই দাঁতে দামি ধাতুর অলংকার পরেন। এটিকেই বলে গ্রিস বা গ্রিলজ।

কানিয়ে বলেন, ‘এটা আসলেই আমার দাঁত। আমি নিচের পাটির দাঁত প্রতিস্থাপিত করেছি।’

ওয়েস্টের নতুন দাঁত বসিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস শহরের ডেন্টিস্ট ড. টমাস কনেলি ও মাস্টার ডেন্টাল টেকনিশিয়ান নাওকি হায়াশি। কনেলি ডেইলি মেইলকে বলেন, কানিয়ের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। দাঁতের ডিজাইনটাও ভালো করেছেন। এটা দাঁতের স্বাস্থ্যে এক নতুন মাইলফলক। এর আগে কেউ কখনো এমনটা করেননি। কানিয়ের দৃষ্টিভঙ্গি আর দন্তচিকিৎসাবিজ্ঞান মিলে নিজের এক অভিনব চেহারা দিয়েছেন তিনি।

এদিকে ২০২২ সালের অক্টোবর থেকে একে একে অ্যাডিডাস, গ্যাপ, ব্যালেন্সিয়াগা থেকে শুরু করে অনেক ফ্যাশন ব্র্যান্ড হুট করেই ঘোষণা দিয়েছে, কানিয়ের সঙ্গে তারা আর কাজ করবে না। জানিয়েছে, কানিয়ের সঙ্গে কাজ করার ফলে তাদের ‘ব্র্যান্ড ভ্যালু’ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে এসব লাক্সারি ফ্যাশনপ্রতিষ্ঠানের ইমেজ।

২০২৩ সালে কানিয়ে হলোকাস্ট বা ইহুদি গণহত্যার ইতিহাস অস্বীকার করে অ্যাডলফ হিটলারের প্রশংসা করেন। আর তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

২০০৮ সালে কিম কার্দাশিয়ানের সঙ্গে আট বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কানইয়ে ওয়েস্ট। পরে তিনি সম্পর্কে জড়িয়েছেন বিয়ানকা সেন্সরি। তিনি অবশ্য বেশ পছন্দ করেছেন কানইয়ের টাইটানিয়ামের দাঁত। তিনি সেই দাঁতগুলোর ছবি নিজের মোবাইলের ব্যাক কভার ব্যবহার করছেন।

Link copied!