নিউজিল্যান্ডের সমুদ্রে প্রায় ২৪ ঘণ্টা জীবন-মরণের সাথে যুদ্ধ করে কাটিয়েছেন এক ব্যক্তি। এরপর নিজের হাতঘড়ির সাহায্যে কয়েকজন ব্যক্তির নজরে পড়েন তিনি এবং প্রাণে বেঁচে যান।
শুনে নিশ্চয়ই অবাক লাগছে? তাহলে চলুন জানা যাক, ঘড়ি কীভাবে বাঁচালো সেই ব্যক্তিকে-
স্কাই নিউজের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের এক ব্যক্তি সমুদ্রে মাছ ধরতে গেছেন। ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। মাছ ধরার এক পর্যায়ে নৌকা উল্টে অনেক গভীরে পড়ে যান তিনি।
ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, একটি মারলিন মাছ ধরার সময় নৌকা উল্টে যায়।
পুলিশ জানায়, লোহিত সাগরে সারারাত ভেসে বেড়িয়েছেন ওই ব্যক্তি। একবার হাঙরের মুখে পড়েন। কিন্তু নিজেকে রক্ষা করতে পারেন।
নিউজিল্যান্ডের উত্তর-পূর্বে অল্ডারম্যান দ্বীপপুঞ্জে ৫৫ কিলোমিটার সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং স্রোত আরও দূরে টেনে নিয়ে যায়।
এরপর জেলেসহ তিনজন সাগরে চলাচলের সময় পানিতে অস্বাভাবিক প্রতিফলন লক্ষ্য করার পর পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর দিলে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে।
তারা আবিষ্কার করেছিল,লোকটি তার ঘড়িতে সূর্যের প্রতিফলন ব্যবহার করে ওই তিনজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, এটি একটি অলৗকিক ঘটনা। তিনজন ব্যক্তি যদি দ্রুত পদক্ষেপ না নিতেন তাহলে উদ্ধার করা যেতনা। মোটকথা, ঈগলের দৃষ্টি দিয়ে তারা খেয়াল করেছেন বলেই লোকটি বেঁচে গেছে। শারীরিক পরীক্ষার জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।