প্রথমবারের মতো অপারেশন ছাড়াই একসঙ্গে এক নারী পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে এসব নবজাতকের মধ্যে একজন মারা গেছে। মঙ্গলবার (২ নভেম্বর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্বাভাবিক (নরমাল ডেলিভারি) জন্ম নেওয়া চার মেয়ে ও এক ছেলে শিশুর গড় ওজন ৭০০ গ্রাম।
এখন চার নবজাতককে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (স্ক্যানু ওয়ার্ড) রাখা হয়েছে। চিকিৎসকরা তাদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মা সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালে সাদিয়া নামের এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তাকে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ওই চিকিৎসক আরও বলেন, ‘সাড়ে ৬ মাসেই শিশুদের জন্ম হয়েছে। ইতোমধ্যে একজন মারা গেছে। এ কারণে কিছুটা ঝুঁকি রয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।