'আব্বা আমারে এরা মাইরা ফেলতাসে’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৪, ২০২২, ০৯:০৪ পিএম

'আব্বা আমারে এরা মাইরা ফেলতাসে’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমানা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে স্বামীর পরিবারের লোকজনের দাবি, রুমানা বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার ২৩ এপ্রিল রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুড়িশ্বর ইউনিয়নের কাছারিপাড়ায় স্বামীর বাড়িতে রুমানার মৃত্যু ঘটে।

তবে মৃত্যুর আগে স্বামীর বাড়ি থেকে বাবাকে মোবাইল ফোনে রুমানা জানিয়ে গেছেন তাকে মেরে ফেলা হচ্ছে। রুমানা তার বাবাকে মোবাইলে ফোনে বলেন,“আব্বা আমারে এরা মাইরা ফেলতাসে। আমার লাশটা আইসা নিও। আমার ছেলেটারে দেইখা রাইখো।”এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে দেখে রুমানার লাশ থানায় পড়ে আছে।

রুমানার পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত রুমানা উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়,  চার বছর আগে বুড়িশ্বর ইউনিয়নের আব্দুর রহমানের প্রতিবন্ধী ছেলে গেদু মিয়ার সঙ্গে বিয়ে হয় রুমানার। বিয়ের পর প্রায়ই রুমানার স্বামীর পরিবারের লোকজন শারীরিক নির্যাতন চালাত। এ নিয়ে বিভিন্ন সময় সালিশও হয়েছে। গতকাল শনিবার রাতে রুমানা তার বাবাকে ফোন করে তাকে মেরে ফেলা হচ্ছে এমন কথা জানান। 

নিহতের বাবা সুরুজ মিয়া বলেন, “আমার মেয়ের জামাই প্রতিবন্ধী। এ কারণে তার পরিবারের লোকজন প্রায়ই আমার মেয়েকে নির্যাতন করত। তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।” 

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার গণমাধ্যমে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। লাশ ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।”

Link copied!