কপ-২৬ জলবায়ু সম্মেলন কক্ষে ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের ভাষণের সময় ঘুমিয়ে পড়েন তিনি। এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গ্লাসগোয় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী পরিবেশবাদী আন্দোলনকর্মী এডি এনদোপুর বক্তব্য রাখার সময় ঘুমিয়ে পড়েন বাইডেন। এডির বক্তব্য শেষ হলে সবাই যখন করতালি দিচ্ছিলেন সে সময় এক সহযোগীর ডাকে ঘুম ভাঙে তার। এ সময় চোখ মুছতে দেখা যায় তাকে।
ভিডিওটিতে দেখা যায়, প্রথমদিকে প্রায় সাত সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন বাইডেন। তারপর চোখ খুলে রাখার চেষ্টা করলেও তা যেন বন্ধ হয়ে যেতে থাকে। একপর্যায়ে প্রায় ২২/২৩ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ঘুমিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।