রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে কেজি দরে বিক্রি হচ্ছে মৌসুমী ফল তরমুজ। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করা যায়নি। এবার কেজির দরে তরমুজ বিক্রি নিয়ে মনে ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
হজরত মুসা আ: যুগের মিসরের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে দেশের অসাধু তরমুজ ব্যবসায়ীদের তুলনা করে ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন। চিত্রনায়ক ওমর সানির এই পোস্টটি দ্য রিপোর্ট ডট লাইভের দর্শক ও পাঠকদের জন্য তুলে ধেরা হলো।
‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি... আপনি?’