গোপালগঞ্জ জেলা কারাগারের কয়েদিদের বিনোদনের জন্য একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়েছে। কয়েদিদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা ওই টেলিভিশনটি উপহার দেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কয়েদিদের হাতে তিনি ওসাকা ব্র্যান্ডের ৩২ ইঞ্চি সাইজের ৯টি টেলিভিশনটি তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
টেলিভিশন উপহার দেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমে বলেন, “কারাগার শাস্তির জায়গা নয়। এখানে অপরাধীদের সংশোধনের সুযোগ আছে। যারা এটাকে সংশোধনের ক্ষেত্র হিসেবে মনে করেন, সাজা ভোগের পর বাহিরে বেরিয়ে নতুন জীবন পরিচালনা করা তাদের জন্য সহজ হয়ে যায়।”
তিনি আরও বলেন, “এজন্য গোপালগঞ্জ কারাগারে সুস্থ বিনোদন উপভোগের পাশাপাশি সংশোধনের সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে টেলিভিশন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে টেলিভিশন প্রদান করা হবে।” পরে কারাবন্দীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।