খুঁটির মালিকানা নিয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ০৭:৫৭ পিএম

খুঁটির মালিকানা নিয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন!

বাঁশের দুটি খুঁটির মালিকানা নিয়ে ঝগড়া। এরপর মালিকানা দাবি করা এক নারীকে প্রতিপক্ষ গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করে-এমনই ঘটনা ঘটেছে হাবগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।

এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। হবিগঞ্জ জেলা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

গতবাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুকড়া ইউনিয়নের ফতেপুর গ্রামে ওই নারীকে নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার ওই নারী ওই গ্রামের বাসিন্দা ওয়াহেদ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার ওয়াহেদ মিয়া তার বাড়ির ভিটের মাটি আটকে রাখার জন্য বাঁশের খুঁটি দিয়ে আড়া বাঁধছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল খালেক এসে খুঁটিগুলো তার দাবি করেন। এ নিয়ে দুই পরিবারে ঝগড়া হয়। এক পর্যায়ে খালেক ও তার ছেলেরা ওয়াহেদকে মারধর করতে থাকে। এ সময় ওয়াহেদের স্ত্রী এগিয়ে আসলে  তাকে একটি কাঁঠাল গাছে বেঁধে রেখে দীর্ঘক্ষণ মারধর করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।

সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে গণমাধ্যমে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধর করেছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।” নির্যাতনকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।

Link copied!