ট্যাক্সির ছাদে সবজি চাষ করে অভিনব প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:১৫ পিএম

ট্যাক্সির ছাদে সবজি চাষ করে অভিনব প্রতিবাদ

করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গখ্যাত দেশ থাইল্যান্ডের পর্যটনশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই স্বভাবতই থাই ট্যাক্সিচালকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি ট্যাক্সিচালকদের অনেকেই গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

কাজ হারানো ট্যাক্সিচালকের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এ সমস্যায় অভিনব এক প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে থাইল্যান্ডের ট্যাক্সিচালক ইউনিয়ন। ট্যাক্সির ছাদে বাগান করে সবজি ফলাচ্ছেন তারা।

ট্যাক্সির ছাদের সবজি একাধারে তাদের প্রতিবাদের ভাষা এবং কর্মহীন মানুষের মুখে আহার তুলে দেওয়ার প্রয়াস। করোনায় বন্ধ আছে ট্রাক্সি। এ অবস্থায় ট্যাক্সির ছাদে সবজি চাষ হচ্ছে।

জানা গেছে, বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বাগান। প্রথমে এটা শুরু করেন দুটি ট্যাক্সিচালক ইউনিয়নের সদস্যরা। পরে তা অন্যদের পছন্দ হয়েছে।

সূত্র: সিটিভি নিউজ।

Link copied!