ডালাসের শীতের আকাশে হঠাৎ ‘মৎসবৃষ্টি’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০২:০৩ পিএম

ডালাসের শীতের আকাশে হঠাৎ ‘মৎসবৃষ্টি’

শীতের আকাশে হঠাৎ বৃষ্টি নামলে অবাক হওয়ারই কথা। অবাক হওয়ার মাত্র আরও বাড়ে শীত মৌসুমের বৃষ্টিতে টুপটাপ মাছ ঝরে পড়লে! এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ডালাসে।

দিনদুপুরে এমন ‘মাছবৃষ্টি’ ভিডিও করে, ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন অনেকেই। সাড়া ফেলেছে এসব ভিডিও-ছবি।

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে প্রায় ২০০ মাইল দূরের টেক্সারকানা শহরের অধিবাসীরা এই অদ্ভূত ঘটনার সাক্ষী

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে স্থানীয় সময় শনিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আকাশ থেকে মাছ ঝরে পড়ার এই ঘটনা গত বুধবারের।

জেমস অদ্রিচ নামের ওই শহরের একজন বাসিন্দা বলেন, “আমি কাজ করছিলাম। হঠাৎ বাইরে শোরগোল শুনে বেরিয়ে দেখি, মাছের বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে একের পর এক ছোট ছোট মাছ উঠানে পড়ছে। ঘটনাটি অবাক করার মতো ছিল।”

টেক্সারকানা শহর কর্তৃপক্ষ ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেছে, “এটি কোনো মজা নয়, ২০২১ সালের শেষে আমাদের শহরে মাছের বৃষ্টি হয়েছে।”

https://www.facebook.com/texarkanatexas/posts/287678246727984

পোস্টে আরও বলা হয়েছে, আকাশ থেকে টুপটাপ মাছ পড়ার এমন ঘটনা অনেকের কাছে ‘প্রাণী বৃষ্টি’ নামে পরিচিত। জলাশয় থেকে ব্যাঙ, কাঁকড়া, ছোট আকারের মাছের মতো জলজ প্রাণী কোনো কারণে ভূমিতে উঠে এলে এমনটা হয়।

যুক্তরাষ্ট্রে এবারই প্রথম আকাশ থেকে মাছ পড়েছে, এমনটা নয়। ২০১৭ সালে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরভিলে এমন ঘটনা ঘটেছিল। ওই সময় অরভিলের একটি এলিমেন্টারি স্কুল ভবনের ছাদ ও মাঠে মাছের বৃষ্টি হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় স্কুলের মাঠে ও ছাদে শতাধিক মাছ পাওয়া গিয়েছিল।

Link copied!