ভাবুন তো, নাকের উচ্চতা দিয়েও খ্যাতি লাভ করা যায়? শুধু তাই নয়, বছরের পর বছর নাকের রেকর্ড ধরে রাখাও কি সম্ভব?
হ্যাঁ, এমনই একজনের সন্ধান পাওয়া গেছে। যিনি বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী। এজন্য পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতি। শুধু রেকর্ড করাই নয়, রেকর্ড ধরেও রেখেছেন দীর্ঘদিন ধরে। প্রায় ২০ বছর ধরে বিশ্বের আর কেউ নাকের দৈর্ঘের দিক থেকে তাকে টপকে যেতে পারেনি।
তুরস্কের নাগরিক মেহমেত ওজুরেক এই রেকর্ড গড়েছেন। ২০০১ সালে মেহমেতের নাকের দৈর্ঘ্য মেপে দেখেছিল গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। তার নাক ছিল ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি। তবে গত দুদশকে আরও দু'বার মেহমেতের নাক মেপে দেখা হয়। কেননা, স্বাভাবিক ধারণা যে, মানুষের অঙ্গপ্রত্যঙ্গের দৈর্ঘের হেরফের হয়। তবে এক্ষেত্রে কোনও হেরফের দেখা যায়নি।
৭১ বছরের মেহমেতের থেকে বিশ্বে আরও কারও নাক যে বড় নেই, তা হয়তো নয়, কিন্তু তারা জনসমক্ষে এসে বিষয়টি কখনও দাবি করেননি বা নিজেদের নাকের দৈর্ঘ্য মাপার সুযোগ কোনও সংস্থাকে দেননি।
মেহমেতের আগে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী ছিলেন যুক্তরাজ্যের থমাস ওয়েডারস। গত শতকের সত্তরের দশকে সার্কাসে কাজ করা থমাসের নাক লম্বায় ছিল ১৯ সেন্টিমিটার বা ৭ দশমিক ৫ ইঞ্চি।