নিয়মিত ক্লাসে এসে ডিপ্লোমা ডিগ্রি অর্জন কুকুরের

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২৩, ০৭:৩৭ পিএম

নিয়মিত ক্লাসে এসে ডিপ্লোমা ডিগ্রি অর্জন কুকুরের

নিয়মিত ক্লাসে এসেছে জাস্টিন। দীর্ঘ পড়াশোনা শেষে মিললো ডিপ্লোমা ডিগ্রি। এ ঘটনা স্বাভাবিক চিত্র হলেও অস্বাভাবিক তখনই যখন জানা গেল জাস্টিন একজন মানুষ নয়, বরং একটি কুকুরের নাম। প্রতিদিনই ক্লাসে এসেছে সে। যার সম্মানে মিললো ডিগ্রিও। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিটিতে।

সমাবর্তনের অনুষ্ঠানে সবার আলোচনার কেন্দ্রে ছিল জাস্টিন নামের কুকুরটি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে কুকুরটির সনদ নেওয়ার ভিডিও।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেটন হল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জোসেফ ই নিয়ার কাছ থেকে সনদ নিচ্ছে জাস্টিন।

জাস্টিন নামের কুকুরটি গ্রেস মারিয়ানি নামের এক শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ে আসে। গ্রেস স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইলচেয়ারেই তাঁর চলাফেরা। এ জন্য জাস্টিন তাঁর সাথে সব সময় থাকে। ফলে গ্রেসের সাথে নিয়মিত ক্লাসে আসে কুকুর জাস্টিন। সেটন হল ইউনিভার্সিটি থেকে এ বছর স্নাতক সম্পন্ন করেছেন গ্রেস মারিয়ানি। 

ওই ভিডিওতে দেখা যায়, গ্রেসের সাথেই মঞ্চে ওঠে জাস্টিন। যখন ডিপ্লোমা ডিগ্রির সনদটি সামনে ধরা হয়, তখন জাস্টিন এটি বেশ কয়েকবার শুঁকে দেখে। এরপর মুখে নেয় সেটি। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসেফ, গ্রেস এবং বাকিরাও উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

গ্রেস বলেন, তিনি পরিকল্পনা করছেন জাস্টিনকে বিশেষ যত্ন নেবেন এবং পড়াশোনা শেখাবেন। এ ছাড়া জাস্টিনকে সব সময় পাশে রাখার পরিকল্পনাও করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ায় নানা মন্তব্য আসছে। একজন বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানিয়েছেন জাস্টিনকে ডিগ্রি দেওয়ায়। আরেকজন লিখেছেন, কী অসাধারণ মুহূর্ত!

 

Link copied!