পদ্মায় ধরা পড়লো ১০ মণ ওজনের ‘শাপলা পাতা’ মাছ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২১, ০৮:৪৯ পিএম

পদ্মায় ধরা পড়লো ১০ মণ ওজনের ‘শাপলা পাতা’ মাছ

পদ্মা নদীতে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। রবিবার (২৯ আগস্ট) ভোররাতে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটের কাছাকাছি স্থানীয় জেলে বাবু সরদারের জালে ধরা মাছটি ধরা পড়ে।

বাবু সরদার জালে মাছটি বিক্রির জন্য এদিন সকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে যান। মাছটিকে একনজর দেখার জন্য আড়তের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। আড়তদার রেজাউল মাছটি বিক্রির জন্য ডাকে তুললে রাজবাড়ীর কুটি মন্ডল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ৮০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন।

জেলে বাবু সরদার নিয়মিত পদ্মা নদীতে ট্রলারে করে মাছ শিকারে যান। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও (২৮ আগস্ট)  তারা জাল ফেলেছিলেন নদীতে। রবিবার (২৯ আগস্ট) ভোরের দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটের অদূরে জাল ফেললে হঠাৎ জালে ঝটকা টান অনুভব করলে তারা বুঝতে পারেন জালে বড় ধরনের কোন মাছ আটকেছে। এরপর দ্রুত জাল টেনে ডাঙ্গায় উঠালে এই বিশাল আকৃতির মাছটি দেখা যায়। এরপর বিক্রির জন্য সকালে ভ্যানে করে মাছটি দৌলতদিয়া টার্মিনালে মাছের আড়তে নিয়ে যাওয়া হয়।

বাবু সরদার বলেন, ‘বহু দেরিতে হলেও আমাদের জালে এত বড় একটা মাছ ধরা পড়ায় আমরা সবাই খুশি। সাধারণত নিয়মিত ট্রলারে করে কটসুতার জাল নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। এত বড় মাছ আমার জালে এই প্রথম। জালে আটকানোর পড়ে মাছটি খুব বেশি লাফালাফি করেনি। তাই ডাঙ্গায় তুলতে খুব বেশি কষ্ট হয়নি’।

জেলার মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘দুষ্প্রাপ্য এই মাছটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। সাধারণত কক্সবাজার এলাকায় এগুলো দেখতে পাওয়া যায়। মাছগুলো খেতে খুব সুস্বাদু’।

 

Link copied!