প্যারিসের আকাশে প্রথমবার উড়ল ড্রোন ট্যাক্সি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০৮:৪৮ এএম

প্যারিসের আকাশে প্রথমবার উড়ল ড্রোন ট্যাক্সি

তাড়াহুড়োর মধ্যে যানজটে আটকে থাকার সময় অনেকেরই মনে হয়, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তে গন্তব্যে পৌঁছে দিতে পারত, কী যে ভাল হত! এমন ভাবনা এখন একেবারেই অবাস্তব নয়। কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার মতো জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থাও সেরে ফেলল তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান। যা দেখতে অনেকটা ড্রোনের মতো।

২০২৪ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ফ্রান্সে ড্রোন ট্যাক্সি সেবা চালু হবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই সেবার জার্মান কোম্পানি ভলোকপ্টার পরীক্ষামূলকভাবে প্যারিসের আকাশে প্রথমবারের মত ড্রোন ট্যাক্সি উড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় ড্রোনের মত দেখতে ভলোকপ্টারের ওই এয়ারক্রাফ্টটি প্যারিসের বাইরের একটি বিমানঘাঁটি থেকে কেবল একজন যাত্রী নিয়ে উড্ডয়ন করার পর চারপাশে সংক্ষিপ্ত প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে ভলোকপ্টারের প্রধান নির্বাহী ডার্ক হুক বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এয়ারক্রাফ্ট নিবন্ধিত করা হবে। এরই প্রস্তুতি চলছে এখন। আশা করছি, ২০২৪ সাল নাগাদ সংক্ষিপ্ত আকারে বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে পারব। ওই সময়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত মাসেই চিনের গুয়াংঝাউয়ের একটি সংস্থাও দুবাইয়ের আকাশে তাদের উড়ন্ত ট্যাক্সি পরীক্ষামূলক ভাবে উড়িয়েছে। ২০২১ সাল থেকেই এই ‘ইভিটিওএল’ যানটি নিয়ে গবেষণা চালাচ্ছিল সংস্থাটি।

Link copied!