প্রতিমন্ত্রীর ছেলের বৌভাত উপলক্ষে তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০২:৩৪ এএম

প্রতিমন্ত্রীর ছেলের বৌভাত উপলক্ষে তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ!

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বৌভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলায় সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে।

তিন উপজেলার মধ্যে চিলমারী উপজেলায় ৯৩টি, রৌমারীতে ১১৪টি এবং রাজীবপুর উপজেলায় ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চিলমারীতে কিছু স্কুল সকালে খোলা হলেও কিছুক্ষণ পর তা বন্ধ করে দেওয়া হয়।

রবিবার তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বৌভাতের দাওয়াতে যান তারা। এমনকি উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও ওই দাওয়াতে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য। এই আসনটি জেলার রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত। তার বাড়ি রৌমারী উপজেলায়।

প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, রৌমারীতে প্রতিমন্ত্রীর বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান উপলক্ষে উপজেলা সব শিক্ষক ও কর্মচারীকে দাওয়াত দেওয়া হয়। শিক্ষকরা দাওয়াতে অংশ নিয়েছেন। এ জন্য রবিবার পাঠদান বন্ধ ছিল।’ বিয়ের উপহার হিসেবে শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ৫০০-১২০০ করে টাকা নেওয়া হয়েছে।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন,  ‘প্রচণ্ড শীতের কারণে প্রধান শিক্ষকরা তাদের ক্ষমতাবলে ছুটি দিয়েছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষকরা বছরে তিন দিন ছুটি দিতে পারেন।’ প্রতিমন্ত্রীর ছেলের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে তিনিও অংশগ্রহণ করেছেন বলে জানান।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।  

Link copied!