ফেসবুক লাইভে এসে ৩ জনের আত্মহত্যা!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৮:১১ পিএম

ফেসবুক লাইভে এসে ৩ জনের আত্মহত্যা!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছেন।রবিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মেয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠায় অপমানে তারা আত্মহত্যা করেছেন বলে আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। নিহতরা হলেন শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডায়মন্ড হারবার থানার সুলতানপুরের বাসিন্দা পুনম দাস নামে এক নারীর বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

গতকাল (শনিবার) রাতে পুনমের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন নারী চড়াও হয়ে বিক্ষোভ করেন। পুনমের সামনেই তার বাবা শ্যামল, মা রীতাকে ভীষণ অপমান করেন ওই নারীরা। এমনকি তাদের মারধর করা হয়। হুমকিও দেওয়া হয়।

শনিবার রাতেই থানায় অভিযোগ দায়ের করে নস্কর পরিবার। তারপর রবিবার সকালে স্ত্রী রীতা ও ছেলে অভিষেককে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে যান তারা। সেখানে পুনমের ভাই অভিষেকের ফোন থেকে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, পুনম বিবাহিতা। পুনমের স্বামী মিঠুন দাস মাছের আড়তের কর্মী।

ঘটনার তদন্তে নেমে পুনম ও মিঠুনকে আটক করেছে পুলিশ। পুনমের বাড়িতে এসে হুমকি দেওয়ায় অভিযুক্ত পাঁচ নারীকেও আটক করা হয়েছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে।

Link copied!