মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন মেকআপ আর্টিস্ট সাদ বিন রাবী ওরফে সাদ মুআ। পরিচিতি পান 'বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার' হিসেবে।
সোশ্যাল মিডিয়ায় নিজেকে একজন নন-বাইনারি হিসেবে পরিচয় দেন সাদ। দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে 'নন-বাইনারি' পরিচয়ে চলতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন সাদ। তবে পরিবার পাশে থাকায় পথ চলা অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন তিনি।
সাদ স্যোশাল মিডিয়ায় যাত্রা শুরু করেন ২০১৮ সালে। তবে শুরুতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাকে। ছেলেদের মেকআপ করাকে সমাজ কখনোই ভালো চোখে দেখে না। তবে ভরসা দিয়েছিলেন দাদী। দাদীর অনুপ্রেরণায় এ কাজে যুক্ত হন সাদ। এমনকি মেকআপ সরঞ্জাম কিনতেও সহযোগিতা করেছিলেন দাদী। এভাবেই ক্রমান্নয়ে তিনি স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন।
সাদ বিশ্বাস করেন, মেকআপ কেবল নারীদের সামগ্রী নয়। এটি পুরুষের ক্ষেত্রেও স্বাভাবিক। এ জন্য প্রয়োজন স্বতঃস্ফূর্ততা।
সাদের কাজের মূল্যায়ন হচ্ছে নারী-পুরুষ উভয় দিক থেকে। এখন তিনি প্রায়ই নতুন নতুন স্ত্রিনে আসার চেষ্টা করেন। নারী ও পুরুষের জনপ্রিয় বিউটি ব্লগার হয়ে উঠেছেন তিনি।