বিক্রমপুরের ‘বিক্রমের’ দাম ১৫ লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৫:০৬ পিএম

বিক্রমপুরের ‘বিক্রমের’ দাম ১৫ লাখ টাকা

বর্তমানে বিক্রমপুর অঞ্চলের কোন প্রশাসনিক স্বীকৃতি না থাকলেও মুন্সীগঞ্জ জেলার একটি বিস্তৃত অংশের মানুষজন নিজেদের ঐতিহাসিক বিক্রমপুরের অধিবাসী বলে দাবি করে থাকেন। এই জেলার লৌহজং উপজেলার শুভরিয়া গ্রামে ঈদ উল আজহা উপলক্ষ্যে একটি ষাড় হাটে তোলা হয়েছে। ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘বিক্রম’। ২২ মাস বয়সী এই ষাঁড়ের ওজন ২২ মণ।

শুভরিয়া গ্রামের রাধেশ্যাম ও তার স্ত্রী শিখা রানী পরম মমতায় লালন পালন করছেন এই প্রাণীটিকে। ন্যায্য দাম পেলেই কোরবানির ঈদে এই ষাঁড়টিকে বিক্রি করতে চান তারা। রাধেশ্যাম এ জন্য ‘বিক্রমের’ দাম চেয়েছেন ১৫ লাখ টাকা।

ষাড়টির নামকরণ ‘বিক্রম’ নিয়ে রাধেশ্যামের স্ত্রী শিখা রাণী গণমাধ্যমকে বলেন, “ওর নাম রাখছি আমরা বিক্রম। আমরা ওকে নিজ সন্তানের মতোই আদর করে লালন পালন করতেছি। বিক্রমের ওজন এখন ২২ মণ। ওরে আমরা জমির কাচাঁ ঘাস ও খৈল ভূষি কুড়া খাওয়াই। এছাড়া অন্য কিছু ওকে খেতে দেওয়া হয়না।”

২২ মাস বয়সী ফ্রিজিয়ান জাতের এই ষাড়ের ওজন ২২মণ উল্লেখ করে শিখা রাণী আরও বলেন, “এই ষাঁড়টিকে আমরা কোন ইউরিয়া সার কিংবা ফিট খাওয়াই নাই। সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস খৈল ভূষি খাওয়ানো হইছে। ষাঁড়টি এখন বিক্রি করতে চাই। ১৫ লাখ টাকা হলে ঈদে আমরা বিক্রমকে বিক্রি করবো।”

Link copied!