শাড়ি-লাল টিপ পরে ইতালির রাস্তায় বাঙালি যুবক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ০৫:১০ পিএম

শাড়ি-লাল টিপ পরে ইতালির রাস্তায় বাঙালি যুবক

কালো রঙের শাড়ি, হাইনেক টিশার্ট, তার উপর ব্লেজার এবং কপালে বড় লাল টিপ। এমন পোষাক হামেশাই নারীদের পরনে দেখা যায়। কিন্তু, কোন ট্রিম করা দাড়িওয়ালা যুবক সানগ্লাসের সঙ্গে এমন পোষাক পরেন তাহলে চোখ কপালে ওঠারই কথা। হয়েছেও তাই।  

তবে সজ্জা এখানেই থেমে থাকেনি। সঙ্গে তার এক হাতে রয়েছে ছাতা এবং অন্য হাতে একটি ব্যাগ। এমনই সাজপোশাকে ধরা দিয়েছেন এক বাঙালি যুবক ইটালির মিলানের রাস্তায়। তার নাম পুষ্পক সেন। কোলকাতার পুষ্পক সেন। তার শাড়ি পর সেই ছবি এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে।

একজন পুরুষ এমন বেশভূষায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? কে এই যুবক? তা নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়। পুষ্পক সেন নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অনুমান করুন তো বিশ্বের ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে?’

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবদেন অনুযায়ী, পুষ্পক সেন ইটালির ফ্লোরেন্সে ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করছেন। বছর ছাব্বিশের পুষ্পক পড়াশোনার সূত্রে ইটালিতেই থাকেন।

প্রতিবেদনগুলো জানাচ্ছে, এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে শাড়ি পরেছেন তিনি।

দ্য বংমুন্ডা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে পুষ্পকের। সেই অ্যাকাউন্ট থেকেই এই ছবি পোস্ট করেছেন তিনি। পুষ্পক জানিয়েছেন, মিলানের রাস্তায় শাড়ি পরে ছবি তোলাটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল না। শাড়ি পরার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াও তার একটা লক্ষ্য।

এর আগে, ২০২০ সালের নভেম্বরেও সংবাদের শিরোনামে হয়েছিলেন পুষ্পক। সেবার লিপস্টিক ও আইলাইনার পরে ছবি পোস্ট করেছিলেন। লিপস্টিক পরার জন্য তার মাকে অপমানিত হতে হয়েছিল। সেই অপমানের জবাব দিতে পুষ্পক নিজেই লিপস্টিক লাগিয়ে আইলাইনার দিয়ে তার মায়ের অপমানকারীদের উদ্দেশে ‘দ্রুত সুস্থ হন’ বার্তা দিয়ে নজর কেড়েছিলেন।

Link copied!