৩০ বছর ধরে টয়লেটের পানি মিশ্রিত পানি ব্যবহার করেছেন ডাক্তার-রোগী সাবাই

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ০৭:৩৭ পিএম

৩০ বছর ধরে টয়লেটের পানি মিশ্রিত পানি ব্যবহার করেছেন ডাক্তার-রোগী সাবাই

টানা ৩০ বছর ধরে বাথরুমের লাইন থেকে পানির লাইনে মিশে যাওয়া পানি ব্যবহার করেছেন জাপানের একটি হাসপাতালের রোগী থেকে শুরু করে ডাক্তার কর্মচারী সবাই। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়েল হাসপাতালে ঘটেছে এই ঘটনা।  

বাথরুমে ব্যবহৃত পানির সঙ্গে মিশে যাওয়া অপরিশোধিত পানি পানের ফলে তাদের শরীরে কোনও প্রভাব পড়েছে কি না তা দেখা হচ্ছে।

জাপানের সুইতার ওসাকা বিশ্বাবিদ্যালয়ের হাসপাতালের মেডিকেল বিভাগের ১২০ টি পাইপের সংযোগে ত্রুটি ছিল। ফলে বছরের পর বছর ধরে টয়লেটে ব্যবহৃত পানি পান করার পানির সঙ্গে মিশে গেছে। যার জেরে বাথরুমে ব্যবহৃত পানি খেতে হয়েছে রোগী থেকে চিকিৎসক, নার্স এবং ওই বিভাগে কর্মরত অন্য কর্মীদেরও।

গত ২০ অক্টোবর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই খবর। পরে নিয়ে তদন্তের পর দেখা যায়, মেডিক্যাল বিভাগের প্রায় ১২০টি পানির লাইনের সংযোগে ত্রুটি ছিল। ১৯৯৩ সালে খোলা হয়েছিল এই হাসপাতাল। তখন থেকেই ছিল এই সমস্যা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালে নতুন পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করতে গিয়ে এই ত্রুটি ধরা পড়ে। ইতিমধ্যেই পাইপগুলি বদলানোও হয়েছে।

Link copied!