৩০০ যাত্রী উদ্ধারের পুরস্কারের মূল্য ৫ হাজার টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ০৯:৪০ পিএম

৩০০ যাত্রী উদ্ধারের পুরস্কারের মূল্য ৫ হাজার টাকা!

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার এমভি অভিযান-১০ লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়া ৩ শতাধিক যাত্রীকে উদ্ধার ও বিনা ভাড়ায় তীরে পৌঁছে দিয়েছিলেন ট্রলারচালক মিলন খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আমাদের সুপারহিরো’ তকমা পাওয়া সেই ট্রলারচালককে ৫০০০ টাকা নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।   

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এনে তাকে নগদ ৫ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

মিলন খানের কৃতিত্বের জন্য পুলিশ সুপার তাকে ধন্যবাদ জানান।

এর আগে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

মিলন খান বলেন, জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া ৩০০ যাত্রীকে উদ্ধারে কাজ করেছি। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছি। আমার কৃতিত্বে খুশি এলাকার মানুষ। শুধু আমি নই, নদীপাড়ের দুই গ্রাম দিয়াকুল আর চরবাটারাকন্দার গ্রামবাসীও অংশ নেয় উদ্ধারকাজে।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রথমে বিষয়টি ফেসবুকে দেখেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন। আমি তাকে সামান্য উপহার দিয়েছি। 

Link copied!