জুলাই ২৯, ২০২৩, ০৫:১০ পিএম
১৯৮৬ সালে নিখোঁজ হওয়া এক সুইস পর্বতারোহীর দেহাবশেষ পাওয়া গেছে গলে যাওয়া হিমবাহের নিচে।
শুক্রবার বিবিসি জানায়, সুইজারল্যান্ডের বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতের কাছে একটি হিমবাহের নিচে পাওয়া মানব দেহাবশেষকে ১৯৮৬ সাল থেকে নিখোঁজ জার্মান পর্বতারোহীর বলে নিশ্চিত করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে জারমাট শহরের ওপরে থিওডাল হিমবাহ অতিক্রম করার সময় পর্বতারোহীরা নিখোঁজ ওই জার্মান পর্বতারোহীর মরদেহ দেখতে পান। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আল্পাইন হিমবাহ দ্রুত গলে যাওয়ায় ওই পর্বতারোহীর মরদেহ ৩৭ বছর পর বরফ থেকে বেরিয়ে আসে। প্রথমে পর্বতারোহীরা বরফের ভেতর নিখোঁজ ওই ব্যক্তির একটি হাইকিং বুট ও বুটে লাগানোর ক্র্যাম্পন দেখতে পান। পরে পাশেই তাঁর মরদেহ পাওয়া যায়।
ডিএনএ বিশ্লেষণ করার পর জানা যায়, মৃতদেহটি একজন জার্মান পর্বতারোহীর। যিনি ৩৭ বছর আগে নিখোঁজ হয়েছিলেন।
তিনি নিখোঁজ হওয়ার পর সেসময় বিশাল তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে পুলিশ এই পর্বতারোহীর নাম প্রকাশ করেনি।
প্রায় প্রতি গ্রীষ্মেই গলে যাওয়া বরফ থেকে কয়েক দশক ধরে হারিয়ে যাওয়া অনেককিছু খুঁজে পাওয়া যাচ্ছে। গত বছর ১৯৬৮ সালে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ আলেশ হিমবাহতে খুঁজে পাওয়া যায়।
২০১৫ সালে ম্যাটারহর্ন হিমবাহের নিচে দুই জাপানি পর্বতারোহীর মৃতদেহ আবিষ্কৃত হয়। যারা ১৯৭০ সালে তুষারঝড়ে নিখোঁজ হয়েছিলেন।