‘অন্তর্বাস’ পরে ট্রেনে ঘুরছেন এমএলএ!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০৩:২২ এএম

‘অন্তর্বাস’ পরে ট্রেনে ঘুরছেন এমএলএ!

ভারতের বিহার রাজ্যে গোপাল মণ্ডল নামের একজন আইন প্রণেতাকে (এমএলএ) শুধুমাত্র অন্তর্বাস পরে চলমান ট্রেনের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পাটনা থেকে রাজধানী নয়াদিল্লি যাওয়ার পথে তেজাস রাজধানী এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস বগিতে ঘটে যাওয়া ঘটনাটি নিশ্চিত করেছেন গোপালের সহযাত্রীরা।

জানা গেছে, আইন প্রণেতা গোপাল মণ্ডল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের সদস্য।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রেনের অন্যান্য যাত্রীরা এমএলএ’র এরূপ কর্মকাণ্ডে তীব্র আপত্তি জানান এবং তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রেলওয়ে পুলিশ বাহিনী (আরপিএফ) এবং টিকিট পরীক্ষক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পূর্ব মধ্য রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) রাজেশ কুমার গণমাধ্যমকে বলেন, “সহযাত্রীরা গোপাল মণ্ডলের আচরণ সম্পর্কে অভিযোগ করলে পুলিশ এবং টিকিট পরীক্ষক উভয় পক্ষকে শান্ত করেন।”

এদিকে গোপাল মণ্ডল তার এই হাস্যকর কাজের জন্য “পেট খারাপ”কে দায়ী করেছেন।

তিনি বলেন, “আমি আন্ডারওয়্যার এবং সাদা গেঞ্জি পরা ছিলাম। ট্রেনে ওঠার পরেই আমার পেট খারাপ হয়ে যায়। আমি মিথ্যা বলছি না।”

এদিকে গোপাল মণ্ডলের সাদা গেঞ্জি পরে ট্রেনের মধ্যে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে তার এই উদ্ভট কাণ্ডের জন্য।

 

Link copied!