প্রতিমন্ত্রী-এমপিসহ প্রধানমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে হামলা

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৪, ০৫:০৭ পিএম

প্রতিমন্ত্রী-এমপিসহ প্রধানমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে হামলা

কয়েকজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সারাদেশে ব্যাপক সংঘর্ষের মাঝেই প্রতিমন্ত্রী-এমপিসহ কয়েকজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া প্রধানমন্ত্রীর এক আত্মীয়ের বাড়ীতেও আগুন দেওয়া হয়েছে বলে জানা যায়। 

আজ রোববার সকাল থেকে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়িতে ভাঙচুর করা হয়েছে।

এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে হামলা হয়েছে। এসময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা কমপক্ষে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা জেলা। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েলের বাড়িতে আগুন দিয়েছে। এছাড়াও খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

উল্লেখ্য, আজ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা সরকারি ও বেসরকারি স্থাপনা, পুলিশ বক্স, উপজেলা ভূমি অফিস, জজ আদালতসহ  অডিটোরিয়ামে ভাঙচুর করেছে। এছাড়াও বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। 

Link copied!