নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

জাতীয় ডেস্ক

আগস্ট ৭, ২০২৪, ০৩:৪৭ এএম

নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন জানান, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।

সমাবেশ কে ঘিরে রাত থেকেই প্রস্তুতি চলছে। রাত আড়াইটার দিকে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হবেন।

Link copied!