দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো রাজধানীতে কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে পুলিশের ব্যরিকেড থাকায় নিজের কেন্দ্রীয় কার্যালয়ের সানের গলিতে ঘুরেই কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলো বিএনপি। আর সেখান থেকেই দেয়া হয়েছে নতুন কর্মসূচী। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকায় এই প্রথম কোনো কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া কালো পতাকা মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গেল মোড় হয়ে মগবাজার ও মালিবাগ হয়ে আবার কার্যালয়ে আসার কথা ছিল। তবে দুপুর ২ টায় কর্মসূচি দেয়া থাকলেও নাইটেঙ্গেল মোড়ে পুলিশের দুই স্তর বিশিষ্ট ব্যারিকেড থাকায় সেখান থেকে আগাতে পারেনি দলটির নেতকর্মীরা। বরং মোড় থেকে ঘুরে উল্টো আরামবাগের দিকে গিয়ে আবার কার্যালয়ের সামনে এসেই কর্মসূচি স্থগিত করে দেয়া হয়।
সরেজমিনে দেখা যায় দুপুর ২ টা ৫৫ মিনিটে নাইটেঙ্গেল মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের মিছিল নিয়ে মোড় থেকে আরামবাগের দিকে যায়। পরে সেখানে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী ৩০ তারিখে আপনাদেরকে রাজপথে আসতে হবে। এখন থেকে প্রস্তুত নিতে হবে। অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি দেশের সকল মহানগর, থানা, জেলা, সদর, সকল উপজেলায় এবং সকল পৌরসভায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে` এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে।