একই পরিবারের দুই ভাই- ‘নৌকা ও ঈগল’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৩, ০২:৩৫ পিএম

একই পরিবারের দুই ভাই- ‘নৌকা ও ঈগল’

দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। সংগৃহীত ছবি

‘ধরে নেন (নৌকা ও ঈগল) দুইটা মার্কাই শেখ হাসিনার। অনেকের একই পরিবারের দুই ভাই থাকে না। বাবা-মা চান দুইজনই বড় হোক। ঝগড়াঝাঁটি করো না, তোমরা তোমাদের মেধা যাচাই করে নাও। এটি কিন্তু অনেকটা এরকমই। যদি নেত্রীর এই নির্দেশ না থাকতো তাহলে গভীর প্রতিক্রিয়া হতো এবং সেটি হয়তো আমরা করতে পারতাম না। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই।’

শনিবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমি কখনও দলের বাইরে যাইনি। যে কারণে সভানেত্রী আমাকে দৃষ্টিতে রেখেছেন। যেহেতু পরবর্তী নির্বাচন করার বয়সও থাকবে না, এটিই আমার শেষ নির্বাচন। তাই এ নির্বাচনকে আমি এবাদত হিসেবে সব দল-মত নির্বিশেষে সব মানুষের সেবা করব।’

তিনি আরও বলেন, আমি ঈগল মার্কায় নির্বাচন করছি প্রমাণ করার জন্য, যারা ভোট দেবে তারা আওয়ামী লীগের লোক বা অন্য যারা আছেন তাদের সমর্থন আমার প্রতি আছে কি না। তাদের আদালতে হাজির হয়েছি- তারা যদি মনে করেন আমি ভোট পাওয়ার যোগ্য, আমি কোনো অপকর্ম, দুর্নীতি, প্রজেক্টবাজি বা জমিজমা দখলের সঙ্গে সংশ্লিষ্ট হইনি এবং হওয়ারও কোনো সম্ভাবনা নেই। সেজন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।’

জেলা আওয়ামী লীগের এই সাবেক সভাপতি আরও বলেন, ‘বৃহত্তর স্বার্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যাতে সম্মানিত হন এবং তিনি যেন পৃথিবীকে প্রমাণ করতে পারেন অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন করেছি। এখানে যারা নৌকা পেয়েছেন তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাই তাদের বিপক্ষে যাওয়ারও কোনো বিষয় নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে বিশ্বে প্রমাণ করতে পারেন- ভালো পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। ওই কাস্টিং ভোটকে তোমরা দেখ- যেটিকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে ধরে নিতে পার। সেক্ষেত্রে যিনি জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে তার নাম থাকবে না।’

তিনি আরও বলেন, ‘তারা একটা কথা বলছে- ভোট হবে সারা দিন, জয়ের মিছিল করবো আমরা বিকাল ৪টায়। যারা এ ধরনের মনোভাব পোষণ করেন, তারা বোকার স্বর্গে আছে বলে মনে করি। আমার যদি রক্ত ঝরে, আমার যদি মৃত্যুও হয় তবুও আমি নির্বাচনে আছি এবং থাকবো। জনগণের আদালতের রায় আমি পাবো, ইনশাল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

এবারের নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বর্তমান এমপি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের বিরুদ্ধে লড়ছেন শামছুল হক ভূঁইয়া। তিনি এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

Link copied!