ব্রডব্যান্ড আজই, মোবাইল ইন্টারনেট চালু রোববার: পলক

জাতীয় ডেস্ক

জুলাই ২৪, ২০২৪, ০৭:০৮ পিএম

ব্রডব্যান্ড আজই, মোবাইল ইন্টারনেট চালু রোববার: পলক

জুনাইদ আহমেদ পলক

পরীক্ষামূলকভাবে আজ বুধবার রাতেই সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আপাতত মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে না বলেও জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরেন তিনি।

আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসবো। তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রোববার-সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।”

এর আগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. এমদাদুল হক জানান, সারাদেশে প্রায় ৪০ ভাগ ব্রডব্যান্ড সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। আজকের মধ্যেই বেশির ভাগ সংযোগ ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, “আমরা সব সংযোগ ঠিক করতে অক্লান্ত পরিশ্রম করছি। আশা করি, বেশির ভাগ মানুষ শিগগির ইন্টারনেট পাবে।”

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর গত রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়।

Link copied!