অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৩, ০১:০০ পিএম

অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

দুপুর সোয়া ১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল করে।

সরকারের পদত্যাগ ও তফসিলকে অবৈধ দাবি করে তা বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। 

রবিবার দুপুর সোয়া ১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্যামল মালুমের নেতৃত্বে মালিবাগ মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মালিবাগ রেলগেট, কাঁচাবাজার পার হয়ে পুলিশ ফাঁড়ি মোড়ের পাশে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, সহ সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন; বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক বি এম কাউসার, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল,সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান।

তিতুমীর কলেজ ছাত্রদল এর সহ-সভাপতি সালেহ আহমেদ বাপ্পী ও হল শাখার যুগ্ম সম্পাদক মাহমুদ। তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, শেখ তোফাজ্জল হোসেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী সায়েম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব প্রমুখসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Link copied!