কোটা আন্দোলন

চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

জাতীয় ডেস্ক

জুলাই ১৮, ২০২৪, ১২:৫১ পিএম

চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

শাহ আমানত সেতু (নতুন সেতু) এলাকায় সংঘর্ষ। সংগৃহীত ছবি।

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভের একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর চড়াও হয় ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা ৫৬ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুড়ে মারেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তাঁরা অবস্থান ছাড়ছেন না।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) মো. আশরাফুল আলম বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-শিবিরের কর্মীরা অবস্থান নেওয়ার তথ্য আছে পুলিশের কাছে। এজন্য নাশকতা এড়াতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

Link copied!