নির্বাচনবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২৪, ০৬:১৭ এএম

নির্বাচনবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: বিপ্লব বড়ুয়া

সাংবাদিকদের সাথে কথা বলেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপির জামায়াতের নির্বাচনবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সাথে আওয়ামী লীগের একটি প্রতিতিনি দল সাক্ষাতের পর এ কথা বলেন তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, মানুষ হত্যা, ট্রেনে আগুন দিয়ে ভোটারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা ফৌজদারি অপরাদের শামিল। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চায়। ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষ ভোট দিতে যাবেন।

ভয়ভীতি কিংবা কোন ধরনের নাশকতা সৃষ্টি করে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখা যাবে না বলেও জানান তিনি। সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করার অধিকার কারো নেই বলেও জানান তিনি।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন বিরোধী কর্মকান্ড করছে বিএনপি-জামায়াত। ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। ভোটারদের মনে ভীতি সৃষ্টি করছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বেলা ১১ টার দিকে আসেন কমিশনে।

Link copied!