ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পারিবারিক চাপে হতাশ তরিকুল ইসলাম নামে ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
সোমবার (১১ মার্চ) ফরিদপুরের নিজ বাড়িতে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা।
তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনের ব্যবস্থাপনা বিভাগের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধো জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুর খবর পেয়ে আবু রায়হান নামে এক সহপাঠী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। জিয়া হলের বন্ধু তরিকুল আত্মহত্যা করেছে।’
নাঈম নির্ঝর নামে আরেক সহপাঠী লিখেছেন, ‘আমাদের বন্ধু তরিকুল আর নেই। পারিবারিকভাবে ফ্রাস্টেটেড ছিল, ক্যারিয়ার সমস্যা এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। গতকাল (সোমবার) সে সুইসাইড করেছে।’