জুলাই ২৮, ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলার মধ্যে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সবাইকে বের হয়ে যেতে বলেন। তখন সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে যান।
সোমবার, ২৮ জুলাই বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের আলোচনা শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পর কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও অন্যান্যরা আবার আলোচনায় অংশ নেন।
ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন। এ কারণে ফায়ার অ্যালার্ম বাজতে পারে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি রুহিন হোসেন প্রিন্স বলেন, কী হয়েছে, সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।
বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করে বিএনপি। বৈঠকে এ বিষয়ে আলোচনার শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠক থেকে বের হয়ে যান। দলটি আগেই বলেছিল এ বিষয়ে আলোচনায় তারা অংশ নেবে না। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধিদল আবার আলোচনায় যোগ দেয়।
আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।
আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।