জানুয়ারি ১২, ২০২৪, ০৯:৩৮ এএম
দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত মন্ত্রিসভায় ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
এর আগে ফরিদপুর-১ আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য ছিলেন আব্দুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আব্দুর রহমান।
এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফরকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।